কলকাতা ব্যুরো: যাবতীয় মেডিকেল পরীক্ষার পর রেহা চক্রবর্তীকে মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ মুম্বাইয়ের এন ডি পিএস আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করা হয়। নারকটিকস কন্ট্রোল ব্যুরো অবশ্য তাকে এখনই আর নিজেদের হেফাজতে চায়নি। ফলে সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে আগামী ১৪ দিন জেলে কাটাতে হবে রেহাকে।যদিও পরবর্তীতে সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্তের সঙ্গে ফের তাকে হেফাজত নিয়ে জেরা করতে পারে এনসিবি।যদিও এনসিবি সূত্রের দাবি, গত কয়েক দিনের টানা জেরায় শেষ পর্যন্ত মুখ খুলেছেন এই বিতর্কিত বাঙালি অভিনেত্রী। মুম্বাইয়ের ফিল্ম জগতের সঙ্গে মাদকচক্রের যোগের বেশকিছু তথ্য তার কাছ থেকে উঠে এসেছে বলে দাবি।এ ব্যাপারে আগাম অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত মন্তব্য করেছিলেন। বলিউডের সঙ্গে মাদক যোগ নিয়ে তার স্পষ্ট কিছু বক্তব্যের পর এই বিতর্ক নতুন দিকে মোড় নেয়।এদিকে একদিকে যেমন কঙ্গনা রানাওয়াত এর মত শিল্পীরা প্রথম থেকে সুশান্ত সিং রাজপুতের পরিবারের প্রতি সুবিচার দাবিতে সোচ্চার হয়েছিলেন, এখন যত দিন যাচ্ছে একইভাবে পাল্লা ভারী হচ্ছে রেহা চক্রবর্তীর দিকেও। শোনম কাপুর, অনুরাগ কাশ্যপের মত অভিনেতা- পরি চালকদের সঙ্গেই বিদ্যা বালানের মতো অভিনেত্রী টুইট করে রেহা চক্রবর্তীর সুবিচারের দাবি তুলেছেন। ফলে এখন আর একা নয়, বলিউডের একটা অংশ এখন সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুতে অভিযুক্ত এবং মাদক মামলায় ধৃত অভিনেত্রীর পক্ষেই সাওয়াল করছেন।