কলকাতা ব্যুরো: বছর শেষের উৎসবে মেতেছে কলকাতা তথা গোটা বাংলা। বড়দিনে শীতের দাপট কিছুটা কমলেও বাঙালির সেলিব্রেশনে ভাঁটা পড়েনি এতটুকু। শনিবার সকাল থেকেই চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া, সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে ময়দান-সহ শহরের বিভিন্ন এলাকায় ভিড় জমিয়েছেন উৎসবমুখর জনতা। তিলোত্তমার মতোই একই ছবি ধরা পড়ছে অন্যান্য জেলাগুলিতেও। সুন্দরবন থেকে দার্জিলিং, সর্বত্রই এদিন পর্যটকদের ভিড়। তবে ওমিক্রন বাড়ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে টিম পাঠাচ্ছে কেন্দ্র। অথচ ভিড় নিয়ন্ত্রণের বদলে বছর শেষ আর বর্ষবরণে ভিড় বাড়াতে উৎসাহ দিচ্ছে রাজ্যই।

বড়দিনের সন্ধে মানেই বাঙালির কাছে পার্ক স্টিট কিংবা বো বারাকের আলোর রোশনাইয়ে গা ভাসানো। তবে সকাল থেকে বেশি ভিড় চোখে পড়লো চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকো পার্কের মতো জায়গাগুলিতে। করোনা সংক্রমণকে উপেক্ষা করে মানুষ পৌঁছে গিয়েছেন বেলুড় মঠেও। ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হচ্ছে রাজ্যের কোভিডবিধি। থাকবে না রাত্রিকালীন কারফিউ-ও। এমনকী, রাতভর খোলা রাখা যাবে হোটেল, রেস্তরাঁ, বার-ও। এতদিন রাত ১১টার মধ্যে বার-রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হচ্ছিল। তবে শুক্রবার রাত থেকেই ফেস্টিভ মুডে কলকাতাবাসী। করোনা হোক বা ওমিক্রন, সব আতঙ্ককে দূরে সরিয়ে শুরু হয়েছে দেদার সেলিব্রেশন। মাস্ক বা সোশ্যাল ডিস্টেনসিং-এর ধার ধারছেন না বেশিরভাগ মানুষ। দেদারে চলছে হুল্লোড়। শুক্রবার রাত থেকেই পার্ক স্ট্রিট সহ শহরের বিভিন্ন প্রান্তে থাকা রেস্তোরাঁ, বার বা নাইট ক্লাবে ছিল উপচে পড়া ভিড়।

প্রসঙ্গত, ২৪, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মিলবে নাইট বাস সার্ভিস। মূলত পার্কস্ট্রিট এলাকার আশপাশেই থাকবে বাস। সেখান থেকে শহরের উত্তর ও দক্ষিণপ্রান্ত এবং শহরতলি এলাকায় পৌঁছে যাওয়া যাবে। এসি ও নন-এসি দু’ধরনের বাস-ই মিলবে রাস্তায়। পাশাপাশি শনিবার থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যাও। ফলে শনিবার ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো। তবে দিনের শেষ মেট্রোর সময় বদল হচ্ছে না।

এদিকে বড়দিনের ছুটি কাটাতে সুন্দরবন সহ উত্তরবঙ্গ ও সিকিমে পৌঁছে গিয়েছেন হাজারো মানুষ। প্রায় প্রতিটি হোটেলেই উপচে পড়া ভিড়। সমস্ত হোটেল ও রিসর্ট বুক হয়ে গিয়েছে আগেই। মূলত বড়দিনকে কেন্দ্র করে ভ্রমণ বেশ জমে উঠেছে। বড়দিন শনিবার হওয়ায় হাতে পাওয়া গিয়েছে আরও একটা ছুটির দিন। তাই শনি ও রবি মিলিয়ে অনেকে পর্যটকই বেরিয়ে পড়েছেন দিঘা কিংবা মন্দারমণির উদ্দেশেও। সব মিলিয়ে রাজ্যজুড়ে আজ শুধুই ছুটির আমেজ।

Share.
Leave A Reply

Exit mobile version