কলকাতা ব্যুরো: আফগানিস্তান থেকে ভারতে এসে পৌঁছলেন সেদেশের সাংসদ নরেন্দর সিং খালসা। এদিন বিমানবন্দরে পা রাখতেই নরেন্দরকে ঘিরে ধরেছিল সংবাদিকরা। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনও কথা বলতে পারলেন না আফগান সাংসদ।
রবিবার আবেগপ্রবণ নরেন্দর ক্যামেরার সামনেই ভেঙে পড়েন। রুমাল দিয়ে চোখ ঢেকে ফেলেন। শেষ পর্যন্ত কোনরকমে বলেন, বিগত ২০ বছর ধরে যে সরকার, যে আফগানিস্তান গড়া হয়েছিল, সেই সবকিছু শেষ হয়ে গিয়েছেন।
উল্লেখ্য, নরেন্দরের বাবাও সাংসদ ছিলেন আফগান সংসদে। তিনি ২০১৮ সালে জালালাবাদ বিস্ফোরণে মারা গিয়েছিলেন। এর আগে কাবুল বিমানবন্দর থেকে এক ভিডিয়ো বার্তায় আফগান সাংসদ নরেন্দর সিং খালসা ভারত সরকারকে ধন্যবাদ জানান ভারতে আফগান শিখদের আশ্রয় দেওয়ার জন্য। এদিকে ভারতে আসতে পেরে কেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান আফগান সেনেটর সেনেটর আনারকলি কউরও।
উল্লেখ্য, প্রাথমিক ভাবে জানা গিয়েছিল যে আফগান সংখ্যালঘুদের ভারতে আসতে বাধা দিচ্ছে তালিবান। প্রায় ৭২ জনকে বিানবন্দর থেকে ফেরত পাঠানোর খবরও প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। পরে শনিবার রাতে তাঁরা ফের কাবুল বিমানবন্দরে আসতে সক্ষম হন।
এদিকে তুরস্কে বেশ কয়েকজন আফগান শরণার্থীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। আফগানিস্তান থেকে পালিয়ে তুরস্কে পৌঁছতে সমর্থ হয়েছিলেন এই শরণার্থীরা।