কলকাতা ব্যুরো: নিউটনের সুখবৃষ্টি আবাসনে পুলিশের সঙ্গে গুলি বিনিময় পাঞ্জাবের দুই দুষ্কৃতীর মৃত্যুর পর এখন টনক নড়েছে প্রশাসনের। একইসঙ্গে আবাসনে বসবাসকারীরা বলছেন, আগে থেকে ভালো করে খোঁজ খবর না নিয়ে এমনভাবে ফ্ল্যাট ভাড়া দেওয়ার ফল ভুগতে হতে পারে প্রতিবেশীদের।
এদিকে এদিন সকাল থেকেই নিউটাউনের আবাসনে পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো। এরই সঙ্গে সিআইডি, ফরেনসিক সহ বিভিন্ন তদন্তকারী সংস্থা দফায় দফায় ঘটনাস্থলে গিয়ে নমুনা ও তথ্য সংগ্রহ করে। পাঞ্জাব পুলিশের একটি দল রাজ্য পুলিশের সঙ্গে এদিন যোগাযোগ করে।


এদিকে জয়পাল সিং ভূল্লার নামে যে কুখ্যাত দুষ্কৃতীর মাথার দাম পাঞ্জাব পুলিশ ঘোষণা করেছিল ১০ লাখ টাকা, তার অবসরপ্রাপ্ত পুলিশ বাবা উপেন্দ্র সিং ভূলার এদিন নিউ টাউনে আসেন ছেলের দেহ নিতে। ছেলের মৃত্যুতে পিছনে কোন ষড়যন্ত্র আছে কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেন তিনি। তবে আদালতে যাওয়ার ব্যাপারে এখনও মনোস্থির করেননি। ছেলের মৃতদেহ তিনি নিয়ে যেতে চান পাঞ্জাবে। সেই জন্য পুলিশের সঙ্গে তিনি কথা বলেন। কাল পুলিশ তার হাতে দেহ তুলে দিতে পারে।


এদিকে যে ফ্ল্যাটে এই দুই কুখ্যাত দুষ্কৃতী ভাড়া ছিল তা যে দুই ভাইয়ের, তাদের এদিন ডেকে পাঠায় বিধান নগর সিটি পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ হাতে নিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ওয়েবসাইটে খুঁজে কেউ একজন ফ্ল্যাট ভাড়া নেওয়ার ব্যাপারে কথা বলেন। সেই অনুযায়ী শাপূর্জি সংস্থার এক কর্মীর সঙ্গে এই ফ্ল্যাট ভাড়া নিয়ে কথাবার্তা হয়। চুক্তিপত্র এদিন ওই ফ্ল্যাটের মালিক এর তরফ দেওয়া হয় পুলিশকে। মালিকের এক বন্ধু জানান, কোন পূর্ব পরিচিত নয়, একেবারেই ওয়েবসাইট দেখে যোগাযোগ করা হয় ভাড়ার জন্য। সেই ভাবেই ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছিল

Share.
Leave A Reply

Exit mobile version