কলকাতা ব্যুরো : আবার উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস৷ বেশিরভাগ শহরেই সংক্রমণের দ্রুত ছড়াচ্ছে। এই কথা মাথায় রেখে, আসন্ন উৎসবগুলি সম্পর্কে খুব সতর্ক থাকার জন্য আবেদনও করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্য প্রদেশ-সহ কয়েকটি রাজ্যে হোলি উদযাপনের উপরে কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যই এই পদক্ষেপ।

একই ভাবে রাজ্যে করোনার সঙ্কটকে সামনে রেখে যোগী সরকার হোলি সম্পর্কিত কিছু নির্দেশিকা জারি করেছে। উত্তরপ্রদেশ সরকার রাজ্যের প্রবীণ নাগরিক সহ স্পর্শকাতর ব্যক্তিদের হোলি খেলা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে৷ যদি কেউ হোলিতে কোনও অনুষ্ঠানের আয়োজন করতে চায়, তাদের প্রথমে প্রশাসনের অনুমতি নিতে হবে। অন্য রাজ্য থেকে উত্তর প্রদেশে আসা মানুষদের কোভিড পরীক্ষা করতে হবে। এছাড়াও, ২৪ মার্চ থেকে ৩১ ই মার্চ পর্যন্ত স্কুলগুলিকে হোলি ছুটি ঘোষণা করা হয়েছে।

করোনাকে রোধ করতে মধ্য প্রদেশের শিবরাজ সিং চৌহান সরকার এবং বিহারের নীতীশ সরকারও হোলি এবং অন্যান্য উৎসবগুলিতে কিছুটা বিধিনিষেধ আরোপ করেছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যেবসীকে বাড়ির ভিতরে হোলি উদযাপন করার জন্য আবেদন করেছেন। রাজ্য সরকারের মতে, হোলিতে এবার কোনও মেলার আয়োজন করা হবে না। যে কোনও অনুষ্ঠানে ২০ জনেরও বেশি লোকের জমায়েতে নিষেধাজ্ঞা থাকবে।

ফেস মাস্ক সম্পর্কে মধ্য প্রদেশে সচেতনতামূলক প্রচার চালানো হবে। মধ্য প্রদেশের স্কুলগুলিও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে৷ একইভাবে বিহার সরকারও হোলিতে কোনও রকম উদযাপন নিষিদ্ধ করেছে। অন্যান্য রাজ্য থেকে বিহারে আসা লোকদের বিমানবন্দর এবং রেল স্টেশনে পরীক্ষা করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version