কলকাতা ব্যুরো: করোনা আক্রান্ত হলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তি কান্ত দাস। রবিবার তার করোনা ধরা পড়ে। নিজেই ট্যুইট করে শক্তিনাথ দাস বলেছেন, উপসর্গহীন হলেও আমার করোনা ধরা পড়েছে। তবে সব দিক দিয়েই আমি ঠিক আছি। আমি সকলকে সতর্ক করছি, যারা সম্প্রতি আমার সঙ্গে দেখা করেছেন তাদের পরীক্ষা করার ব্যাপারে। আমি ঘরে বসেই কাজকর্ম করছি। ব্যাংকের ডেপুটি গভর্নরদের সঙ্গে যোগাযোগ রাখছি।