এক নজরে

ক্লাবের মধ্যে খুব ছোটো করে পূজো হবে এবার ম্যাডক্স স্কোয়ারে

By admin

September 20, 2020

কলকাতা ব্যুরো : ১৯৩৫ সাল থেকে পূজো হয়ে আসছে ম্যাডক্স স্কোয়ারে । বড় প্যান্ডেল , বড় জায়গা, প্রচুর মানুষের ভিড়। আর তার থেকে বড় কথা জমাটি আড্ডা। দক্ষিণ কলকাতার ওই পুজো মণ্ডপ কিংবা তার সামনের মাঠে কিছুক্ষন সময় কাটালেই মালুম হয় বাজারের লেটেস্ট ট্রেন্ডগুলি। এই সবের জন্য বিখ্যাত এই বনেদি পাড়ার পূজা। কিন্তু এই বার সব শুনশান।

ফোনে সেখানকার এক কর্মকর্তা জানিয়ে দিলেন, সে সব কিছুই হবে না এবার। মেলা ? প্রশ্নই ওঠে না। যা অবস্থা চারিদিকে তাতে পূজো করার মতো কোনো মানসিকতাই নেই কারও। আর কাজ করছে ভয়। করোনা যে ভাবে জাঁকিয়ে বসেছে , এই পাড়ার কেউই রাজি নয় পূজো করতে। সংক্রমণ হবার আশঙ্কায় প্রায় বন্ধই বলা চলে বালিগঞ্জের এই বিখ্যাত পূজা। ঠাকুর তৈরির অর্ডার পর্যন্ত এখনও দেওয়া হয় নি। যদি শেষ পর্যন্ত পূজো হয়ও, তবে তা খুব ছোটো করে ক্লাব ঘরে হতে পারে বলে শেষ খবর পাওয়া গেছে।

ছবি সৌজন্যে- ম্যাডক্স স্কোয়ার