এক নজরে

দমদম তরুণ দলের এবারের থিম “উমা বাটি”

By admin

October 06, 2020

কলকাতা ব্যুরো : এবারে ৪৩ বছরে পড়লো দমদম তরুণ দল। তাদের থিম এবার “উমা বাটি”। ক্লাবের সেক্রেটারি বিশ্বজিৎ প্রাসাদ জানালেন, আমরা সবাই মিলে এবার উমার ঘর সাজাচ্ছি। কিন্তু উমার এই ঘর যে কি রকম হবে তা এখনই জানাতে নারাজ পুজো কর্তারা। সেটাতেই চমক দিতে চান পুজোর সময়ই। তবে অর্থ এবারে খুব একটা উঠছে না। পরিষ্কারই তা জানিয়ে দিলেন ক্লাবের সদস্যরা। বিজ্ঞাপন নেই একেবারেই। কিছু বাড়ি থেকে চাঁদা তুলেছেন। বাকিটা ক্লাব কর্তারা পকেট থেকেই দেবেন। এবারে ক্লাবের প্রতিমা শিল্পী দেবতোষ কর। থিম ও তিনিই করছেন।

কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকারের সমস্ত গাইড লাইন মেনেই পূজো করা হবে। থাকছে সানিটাইজার টানেলের ব্যাবস্থা। তবে এই টানেলে স্প্র হবে না। সে ধরনের টানেল স্বাস্থের পক্ষে ক্ষতিকর। তাই স্বাস্থ্য বিধি এবং হু গাইডলাইন মেনে নতুন টানেলের ব্যাবস্থা করেছেন ক্লাব সদস্যরা ।

ছবি সৌজন্যে- দমদম তরুণ দল