কলকাতা ব্যুরো: কলকাতা পুরভোটের রেশ কাটতে না কাটতেই রাজ্যে আবারও ভোট। রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোট কবে হবে সেই প্রশ্ন বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পরবর্তী ভোটের পরিকল্পনার কথাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের আইনজাবী জয়ন্ত মিত্র। জানা গিয়েছে, এবারের ভোট দু’দফায় হবে। ২২ জানুয়ারি প্রথম দফায় ভোট হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ২৭ ফেব্রুয়ারি।
প্রথম দফায় হাওড়া, চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল, বিধাননগরে ভোট হবে। বাকি সবকটি পুরসভায় ভোট হবে দ্বিতীয় দফায়। বৃহস্পতিবার হাইকোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।উল্লেখ্য, কলকাতা পুরভোটের ফলঘোষণা হয়েছে রবিবার। ১৩৪টি পুরসভায় জয়ী হয়েছে তৃণমূল। ব্যাপক মার্জিনে এই জয়ের পর শহরজুড়ে ‘খেলা হবে’র সুরে বিজয় উদযাপন করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিন বলেন, ‘গণ উৎসবে গণতন্ত্রের জয় হয়েছে।’