কলকাতা ব্যুরো: আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা। পতন হয়েছে ঘানি সরকারের ৷ এবার তালিবান শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিল, আফগান সরকার পরিচালনায় শীর্ষে থাকবেন ধর্মীয় পণ্ডিতরা।
কাবুলের সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী আফগানিস্তানের রাজধানী শহরে একটি জনসমাবেশে তালিবান নেতৃত্ব ঘোষণা করেছে, গত ২০ বছরের সংগ্রাম বৃথা যাবে না ৷ এবার দেশের সরকার পরিচালনায় শীর্ষে থাকবেন ধর্মীয় পণ্ডিতরা ৷ এইসঙ্গে সরকার গঠনে দেশের সমস্ত ধর্মীয় পণ্ডিতদের সহযোগিতা চেয়ে তাঁদের আমন্ত্রণ জানিয়েছে তালিবান নেতারা ৷
তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেন, একটি সর্বস্তরীয় সরকার গঠন করব আমরা ৷ যেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত হবে ৷ এইসঙ্গে আফগানিস্তানে কর্মরত মহিলাদের আপাতত বাড়িতেই থাকতে বলেছেন জাবিউল্লা মুজাহিদ। জাবিউল্লা বলেন, দেশের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা না মেটা পর্যন্ত মহিলাদের বাড়িতে থাকার অনুরোধ করছি ।
তালিবানের এই ‘পরামর্শ’ প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান মিশেল বাসেলেট জানিয়েছেন, তালিবরা দেশের ক্ষমতা দখলের পর দেশের মহিলাদের সঙ্গে কী ধরনের আচরণ করে সে দিকে বিশ্বের নজর রয়েছে।