এক নজরে

হাইকোর্ট জামিন দিলো রেহাকে

By admin

October 07, 2020

কলকাতা ব্যুরো: অবশেষে বোম্বে হাইকোর্ট জামিন দিলো মাদক মামলায় ধৃত রেহা চক্রবর্তীকে। একইসঙ্গে বৃহস্পতিবার হাইকোর্ট স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাওয়ান্তকে জামিন দিয়েছে। সুশান্ত সিং রাজপুত মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তার বান্ধবী রেহা। আদালত এই মামলায় অন্য অভিযুক্ত রেহা চক্রবর্তীর ভাই সৌভিক ও মাদক চক্রী আব্দুল বাসিত পরিহারের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। গত ২৯ সেপ্টেম্বর বোম্বে হাইকোর্ট সকাল থেকে রাত পর্যন্ত টানা শুনানি করে এই মামলার।

শুনানিতে দুপক্ষের মূল বক্তব্য ছিল, রেহানের থেকে কোনো নিষিদ্ধ মাদক উদ্ধার করে নি এনসিবি। এমন কোনো অভিযোগ করেনি, যেখানে ওর কাছ থেকে পাওয়া গিয়েছে বলে। এনসিবি মাদকচক্রের জড়িত থাকার অভিযোগ আনলেও তার স্বপক্ষে কোন প্রমাণ দিতে পারেনি বলে আদালতে সওয়াল করেন রেহা চক্রবর্তীর আইনজীবী।

যদিও এনসিবির যুক্তি ছিল, সব সময় ধৃতের কাছ থেকে মাদক পাওয়া যাবেই তা না-ও হতে পারে। কিন্তু সেজন্য এটা বলা যাবে না যে, ধৃত ওই চক্র জড়িত নন। যদিও এদিন শেষ পর্যন্ত রেহা চক্রবর্তীকে জামিনের নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট।