এক নজরে

জামিনের আবেদন খারিজ রেহা চক্রবর্তীর

By admin

September 22, 2020

কলকাতা ব্যুরো: রেহা চক্রবর্তী জামিনের আবেদন খারিজ করল এনডিপিএস স্পেশাল কোর্ট। তাকে ৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ফলে এবার রেহা চক্রবর্তী জামিনের জন্য বোম্বে হাইকোর্টে আবেদন করবেন। তার ভাই সৌভিক চক্রবর্তীও জামিনের জন্য বোম্বে হাইকোর্ট যাচ্ছেন।

সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে মাদক সূত্র ধরেই আগে সৌভিক চক্রবর্তী এবং তারপরে রেহা চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল এনসিবি।