কলকাতা ব্যুরো : সুশান্তের মৃত্যু নিয়ে মিডিয়ায় যা দেখা যাচ্ছে ইন্দিরা বা রাজিব গান্ধীর মৃত্যুতেও তা দেখা যায় নি। হ্যা । এই রকম ভাবেই মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সুশান্ত কাণ্ডের পর এনসিবি রেহাকে গ্রেপ্তার করার পর। এক টিভি চ্যানেলের ( Rebublic TV) বাড়াবাড়িতে স্তম্ভিত সবাই। সেই টিভি চ্যানেলের সাংবাদিকরা পর্যন্ত বীতশ্রদ্ধ হয়ে গেছেন।২ জন ইস্তফা দিয়েছেন ইতিমধ্যেই।
অনেকেরই মত, ভারতে বহু সমস্যা আছে। করোনা, কৃষক আত্মহত্যা, ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড, দেশের অর্থনীতির বেহাল অবস্থা, জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা আরো ও অনেক কিছু। কিন্তু এক শ্রেণীর গণমাধ্যমে শুধুই সুশান্ত নিয়ে আলোচনা চলছে। মানুষের পেটে ভাত জুটবে কি জুটবে না, তাতে তারা নির্বিকার। নেটিজেনরা মনে করেন এটা শুধু বাড়াবাড়ি নয়, অশ্লীল ও বটে।
আবার অনেকে আনন্দে আটখানা হয়ে লিখছেন , এবার রেহার রেহাই নেই। সুশান্তকে ড্রাগ দেবার সময় মনে ছিল না! দেখ কেমন লাগে। কেউ আবার ছুঁড়ে দিয়েছেন তীব্র শ্লেষ – যাক বাবা বেশ হ্যাপি লাগছে। গ্রেফতার রেহা। হলই না হয় গাঁজা কেসে ধরা । সুশান্ত খুনি না আত্মঘাতী তার থেকে বিহারের ভোটে র রেজাল্ট বেশি জরুরি। দেখে শুনে একজন তো বলেই ফেললেন # জাস্টিস ফর সুশান্ত এবার # জাস্টিস ফর রেহা না-হয়ে যায়।
রেহার গ্রেপ্তার নিয়ে ইতিমধ্যেই সরব বলিউডের একাংশ। এবার রাজদীপ সারদেশাই এর মতো সাংবাদিকও মুখ খুলতে বাধ্য হলেন। এক টুইট বার্তায় রাজদীপ লেখেন, “ব্রেকিং , রেহার বেল হয়নি । বৃহস্পতিবার সেশন কোর্টে এর পরের কাজ। ততক্ষণ পর্যন্ত চিন, দেশের অর্থনীতি, কোভিড নিয়ে একটু আলোচনা সেরে নিই। নাকি কঙ্গনা আর সেনা ( শিবসেনা) তামাশা নিয়ে খবর করবেন আগে ?”
নাম না করে তীব্র কটাক্ষ করেছেন লেখক চেতন ভকত। বলেছেন, যদি বিচার চান যে শিশুটি তার মৃত মাকে ট্রেন প্লাটফর্মে জাগিয়ে তোলার জন্য কাঁদছে তার হয়ে বিচার দাবি করুন।
এদিকে দশদিনের ব্যাবধানে দুই সাংবাদিকের পদত্যাগ হৈ চৈ ফেলেছে চারিদিকে। প্রথমজন শান্তশ্রী সরকার। কাল তিনি এক বিশিষ্ট সাংবাদিকের টিভি চ্যানেল থেকে পদত্যাগের পর টুইট বার্তায় লেখেন , ” I have quit # Rebublic TV for ethical reasons” ( আমি রিপাবলিক টি ভি ছেড়েছি নৈতিক কারণে।) এর আগে সেই টিভি চ্যানেল ছেড়েই তিনি ব্যাখ্যা করেছিলেন তার ছাড়ার কারণ তার এক টুইট বার্তায়। তিনি জানান, ” সত্য কে খুঁড়ে বের করার জন্য আমি সাংবাদিকতা শিখেছিলাম। সুশান্ত কেস আমাকে সত্য ছাড়া আর সব কিছু খুঁড়ে বের করতে বলা হয়। ” তারই সঙ্গে পদত্যাগ করেছেন ওই একই টিভি চ্যানেলের তেজিন্ডার সিং সোধি বলে এক সাংবাদিক। কারণও একই। ” এই কারণে আমি রিপাবলিক টি ভি তে সাংবাদিক হতে আসিনি” বলে টুইটে বলেন তিনি। নেটিজেনদের অনেকেই মনে করছেন, ভুল ভাবে এক মহিলাকে তুলে ধরা হচ্ছে এবং অপমান করা হচ্ছে। তবে কি এবার # জাস্টিস ফর রেহা স্লোগান উঠতে চলেছে?