কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে ধৃত রেহা চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীর জামিনের মামলায় শুক্রবার তার রায় ঘোষণা করবে মুম্বাইয়ের বিশেষ আদালত। বৃহস্পতিবার দুই ভাই -বোন বিশেষ আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন। এদিন সেই আবেদনের শুনানির পর আদালত রায়দান শুক্রবার পর্যন্ত স্থগিত রেখেছে।
ইতিমধ্যেই মাদক মামলায় জড়িত সৌভিক পুলিশ হেফাজত ও রেহান ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের এন ডি পি এস আদালত। শুধু এই দুজনেই নয়, ওই আদালতে জামিনের জন্য আবেদন করেছেন সুশান্ত সিং এর একসময়ের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা। আবার মাদক পাচারের অন্যতম অভিযুক্ত বাসিত পারিহার ও জাহিদ ভিলাত্রাও ১৪ দিনের জেল হেফাজতের মধ্যে থেকে জামিনের আবেদন করেছিলেন। তাদের রায়ও শুক্রবার দেবে আদালত।
এদিকে পাটনা পুলিশের কাছে সুশান্ত সিং রাজপুতের বাবার দায়ের করা এফআইআরের পরিপ্রেক্ষিতে এনফর্সমেন্ট ডাইরেকটোরেট ৩১ জুলাই অভিনেতার ১৫ কোটি টাকা তছরুপ এর অভিযোগ দায়ের করেছিল। সেই মামলাতেও রেহা চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী সহ বেশ কয়েকজন অভিযুক্ত। যদিও ইতিমধ্যে রেহা চক্রবর্তীর মোবাইলের সূত্র ধরে পাওয়া মাদক লিংক হাতিয়ার করে নারকটিকস কন্ট্রোল ব্যুরো পৃথক মামলা দায়ের করে। তাতেই গ্রেপ্তার করা হয় রেহা, সৌভিক সহ অন্তত দশজনকে। এবার সেই মামলার সূত্র ধরেই নতুন আর্থিক কেলেঙ্কারির অভিযোগে পৃথক মামলা দায়ের করতে চলেছে এনফোর্সমেন্ট ডাইরেকটোরেট।
Previous Articleবেসরকারি স্কুলের খরচের বহর দেখে বিস্মিত শিক্ষক থেকে অভিভাবক
Next Article বিরাট লম্ফন রিলায়েন্সের