এক নজরে

উত্তরের নদীগুলোয় বাড়বে জল, ধসের আশঙ্কা

By admin

September 20, 2020

কলকাতা ব্যুরো: রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে উত্তরবঙ্গের জেলাগুলি ভাসার আশঙ্কা তৈরি হয়েছে।সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি,কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।মঙ্গলবার উত্তরবঙ্গে অতিভারী বর্ষণের কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই জেলায়।দার্জিলিং ও আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সর্তকতা। অতিভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহারে ও কালিম্পং এ। ভারী বৃষ্টির সর্তকতা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।বুধবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি রয়েছে।

রবিবার থেকে বুধবার পর্যন্ত এই প্রবল বর্ষণের ফলে রাজ্যে নদীর জল স্তর বাড়তে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের নদীর জল স্তর বেশি বাড়ার আশঙ্কা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রাস্তায় ধ্স নামার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।