এক নজরে

জিডিপিতে ধস

By admin

September 01, 2020

কলকাতা ব্যুরো; দেশের জিডিপি বৃদ্ধির হার নেমে গেল শূন্যের নিচে। যে ঘটনা গত ৪০ বছরে ঘটেনি। আশঙ্কা সত্যি প্রমান করেই বিরাট ধস নামলো ভারতীয় অর্থনীতিতে। এদিন এনএসও ২০২০-২১ অর্থবর্ষের প্রথম তিন মাসের ( এপ্রিল থেকে জুন) জিডিপি সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করে, সেখানেই উঠে আসে এই তথ্য। গত বছরের এই সময়ের তুলনায় বৃদ্ধির হার কমেছে ২৩.৯ শতাংশ।১৯৯৬ সাল থেকেই জিডিপির ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। কিন্তু এবারই প্রথম তা শুন্যের নিচে নেমে এলো। ভারতীয় অর্থনীতির পক্ষে যা অত্যন্ত এক অশনিসঙ্কেত। যে সময়কালের হিসেব প্রকাশিত হয়েছে, তখন দেশের অর্থনৈতিক কর্মকান্ড লক ডাউনের জন্য প্রায় বন্ধই ছিল। তার ফলেই মুখ থুবড়ে পড়েছে ভারতীয় অর্থনীতি।