এক নজরে

Share Market: একদিনে রেকর্ড ধ্বস ভারতীয় বাজারে

By admin

February 24, 2022

শেয়ার বাজারে বিনিয়োগের জন্য যোগাযোগমৈনাক শর্মা8759689108 (Call & Whatsapp)

পাঁচ থেকে সাত শতাংশ বিক্রির প্রবণতা লক্ষ্য করা যায় অটো financial services IT মেটাল সেক্টরে। NIFTY তার ২০০ দিনের exponential moving average কে ভেঙ্গে নীচে নেমে আসে ১৬২৪৭ এ। NIFTY তার সাপোর্ট জোন ১৬০০০ থেকে ১৫৯০০ কে ব্রেক করে তবে কাল ই নামতে পারে ১৫৫০০ র ঘরে।

মার্কেট নীচের যাওয়ার প্রধান কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘোষণা। ফলে এক দিনে ৬৪৮৪.২৪ কোটি টাকার শেয়ার বিক্রী করে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টমেন্ট (FII) একই ভাবে ঘরেলু বিনিয়োগ সংস্থা গুলী ৭৬৬৭.৭৫ কোটির বিনিয়োগের ফলে কিছুটা হলেও উপরে থাকে Nifty।

১০০ প্রতি ডলার বৃদ্ধি পায় কাঁচা তেলের দাম। ফলে একই ভাবে নীচে মানে মার্কিং ওয়াল স্ট্রিট। ৬৬৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৩২৪৬৭ ঘরে। অন্যদিকে S&P সূচক ৫০০ পয়েন্ট কমে দাঁড়ায় ৪১৬১ র ঘরে।

মার্কিন dow jones যুদ্ধ পরিস্থিতির ইতিহাস৯/১১ আক্রমণকম হয় -১৬ শতাংশ৩ মাসে অন্তত +২৪.২৪ বাড়ে৬ মাস অন্তর বাড়ে +৩০ শতাংশ
ইরাক কুয়েত যুদ্ধকম হয় – ১৩ শতাংশ৩ মাসে অন্তত +২.৩ %৬ মাসে অন্তত +১৬.৩ %
রাশিয়া – আফগান যুদ্ধকম হয় : ( -2.2 %)৩ মাস অন্তর : ( – 4 %)৬ মাস : ( + 6.8 %)
কোরিয়ান যুদ্ধকম হয় ( -12 %)৩ মাস অন্তর : ( +15.3 %)৬ মাস অন্তর: ( +19 %)
বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধSensex : ( – 12.50%)NIFTY : ( – 14.50%)

ভারতীয় বাজারের যুদ্ধ ইতিহাস

Nifty গর কম হয় : ( – 16.5 %)৩ মাসের অন্তরে : ( +23 %)৬ মাসের অন্তরে: ( + 34 %)

অর্থাৎ বাজার নীচে নেমে এলেও সম্ভাবনা রয়েছে দ্বিগুণ ভাবে উপড়ে যাওয়ার।