এক নজরে

ডিসেম্বর থেকে রেশন বন্ধের হুমকি ডিলারদের

By admin

September 09, 2020

কলকাতা ব্যুরো: প্রাপ্য কমিশন না মিললে ডিসেম্বর থেকে রেশন দোকান বন্ধের হুঁশিয়ারি দিলো অল বেঙ্গল রেশন বাঁচাও কমিটির যৌথ মঞ্চ। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, আইনত তাদের কুইন্টাল পিছু ৮৭ টাকা কমিশন পাওয়ার কথা। কিন্তু এরাজ্যে তারা পান অনেকটাই কম। মাত্র ৭০ টাকা। এপ্রিল থেকে তাও বন্ধ। এই পরিস্থিতি চললে ডিসেম্বর থেকে রেশন দোকানের ঝাঁপ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই সংগঠনের তরফে। রাজ্যের তরফে অবশ্য তাদের বলা হয়েছে, কেন্দ্র প্রাপ্য না দেওয়ায় সমস্যা হয়েছে। তবে তা মিটে যাবে।

রাজ্যে রেশন ডিলার রয়েছেন ২০ হাজারের বেশি। আর ডিস্ট্রিবিউটরের সংখ্যা আনুমানিক ৭০০।