এক নজরে

বাজারে চলছে লুঠপাট

By admin

September 22, 2020

কলকাতা ব্যুরো: ডিমের দাম বেড়ে গেলো আরো ৫০ পয়সা। দাম দাঁড়ালো ৬.৫০ টাকা। পেঁয়াজের দাম চারদিনের মধ্যে কেজি প্রতি ৪০ টাকা থেকে বেড়ে হলো ৫০ টাকা। সরকারি নির্দেশকে থোড়াই কেয়ার করে আলুর খুচরো দাম এখনো ৩৫ টাকা কেজি। অথচ মাস খানেক আগেই রাজ্য বলেছিলো, ২৫ টাকার মধ্যে খুচরো বাজারে বিক্রি কৰতে হবে আলু। যদিও সে সমস্তই অলীক, অবাস্তব। আদা, রসুনের দাম ত্রিপিল সেঞ্চুরির দিকে। তাও বেড়েছে সপ্তাহ খানেকের মধ্যে। কাঁচা লঙ্কারও পরিস্থিতি তাই। বাজারে প্রায় কোনো সব্জির দামই ৫০ টাকার কম নয়।

বাজারে চলছে এক লুটতরাজ । কিন্তু কি ভাবে ? খোঁজার চেষ্টা করবো আমরা।