কলকাতা ব্যুরো: নদিয়ায় চোরা পাচারকারীদের থেকে বিরল প্রজাতির পাখি উদ্ধার করলো বিএসএফ। জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে, দক্ষিণবঙ্গ সীমান্তের ৮২ নম্বর ব্যাটেলিয়নের সীমা চৌকি ভাতগাছির জওয়ানরা পাচারকারীদের খপ্পর থেকে ১০টি বিরল প্রজাতির রেড লর্ড অ্যামাজন পাখি উদ্ধার করেছে। এদিন চোরাকারবারিদের ধাওয়া করা হলে তারা ঝোপঝাড়ের পাখিগুলোকে ছেড়ে পালিয়ে যায়।
জানা গিয়েছে, এই বিশেষ প্রজাতির পাখি গুলো পাচারকারিরা বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। অন্যদিকে, ইতিমধ্যেই চোরাকারবারীদের কবল থেকে উদ্ধার হওয়া বিরল পাখিগুলো রানাঘাট বন দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার পাবলিক রিলেশন অফিসার বলেছেন, সীমান্ত দিয়ে বিরল প্রজাতির পাখি পাচার বন্ধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। একইসাথে, তিনি ৮২ ব্যাটালিয়নের জওয়ানদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন।