এক নজরে

কুলতলিতে ধর্ষণ, গ্রেপ্তার ১

By admin

October 02, 2020

কলকাতা ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হল এক ব্যক্তি। ঘটনাটি নলগোড়া এলাকার। জানা গিয়েছে, ৫০ বছর বয়সী ওই ব্যক্তি ওই নাবালিকার প্রতিবেশী। সম্পর্কে দাদু হয়। একলা পেলেই তার ওপর যৌন নির্যাতন চালানো হত বলে অভিযোগ। মুখ খুললে, খুনের হুমকি ও দেওয়া হচ্ছিলো বলে অভিযোগ ওই নাবালিকার। গতকাল ওই ব্যক্তি ফের ওই নাবালিকাকে নির্যাতন করলে চিৎকার করে ওঠে ওই নাবালিকা। তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই ওই নাবালিকাকে উদ্ধার করে এবং থানায় খবর দেন।ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তার গোপন বয়ানও নথিভুক্ত করা হবে। এদিকে আজই ধৃত ওই ব্যক্তিকে বারুইপুর আদালতে তুলবে পুলিশ।