এক নজরে

রানীগঞ্জে জাতীয় সড়কে ধস

By admin

September 08, 2020

কলকাতা ব্যুরো: আবার ধসের কবলে রানীগঞ্জ। এবার রানীগঞ্জের এনএস রোডে বিশাল এলাকাজুড়ে ভয়াবহ ধস নামলো। ফলে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।জাতীয় সড়ক ৬০ হিসেবে স্বীকৃত এই রাস্তাটি গিয়ে সিউড়ী রোডে মিলেছে। সোমবার সন্ধ্যাতেই লিচুবাগান এলাকায় এই জায়গায় রাস্তার খানিকটা অংশ ধসে যায়। কিন্তু আজ সকালে সেই ধস বিশাল আকার নেয়। ফলে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে।

এর আগে রানীগঞ্জের হরিশপুর এলাকায় গোটা একটি পাড়া ধসের কবলে পড়ে। দোতলা বাড়ির একটা তলা মাটির নিচে চলে যাওয়ার ঘটনা সেখানে ঘটেছে। রানীগঞ্জের কয়লা খাদানে অবৈজ্ঞানিক ভাবে কয়ালা তোলার জন্য আগামী দিনে এই শহর মাটির তলায় চলে যেতে পারে বলে একাধিকবার রিপোর্ট দিয়েছে বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি। মাটির তলা থেকে কয়লা তুলে নেওয়ার পর সেই জায়গাগুলি ভালোভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভরাট না করার ফলে শহরটি যেকোনো মুহূর্তে মাটির নিচে চলে যেতে পারে বলে আশঙ্কা।

রাস্তায় এত বড় ধস নামলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত তা সারাতে পূর্ত দপ্তরের কর্মীদের সেখানে দেখা যায়নি।