কলকাতা ব্যুরো: পুজোর আগে বকেয়া ও বোনাসের দাবিসহ বদলি ও ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণের দাবীতে রানীগঞ্জ বেঙ্গল পেপার মিললে বিক্ষোভ দেখালো সিটু। এ দিন কারখানা গেটে বিক্ষোভ সমাবেশে সিটু নেতা হেমন্ত প্রভাকর বলেন, মিল কর্তৃপক্ষ ইএসআইয়ের টাকা কাটলেও, সুষ্ঠ পরিষেবা থেকে শ্রমিকরা বঞ্চিত l
তিনি কোভিড আবহে পুজোর আগেই বকেয়া টাকা ও বোনাসের দাবী করেন। এই বিক্ষোভে বক্তব্য রাখেন, কমলাকান্ত পাল, গনেশ বাউরি ও শাশ্বতী মিত্র প্রমুখ।