কলকাতা ব্যুরো: পারিবারিক অশান্তিতে রাগে-দুঃখে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন দিদি। তাকে বাঁচাতে গিয়ে নিজেই জলে তলিয়ে গেলেন বিশ্বজিৎ রায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটে। বুধবার পারিবারিক অশান্তির মধ্যেই হঠাৎ দিদি ঝাঁপ দেন চুন্নি নদীতে।
এরপরেই তাকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন বিশ্বজিৎ। এর মধ্যেই স্থানীয় প্রত্যক্ষদর্শীরা নদীতে ঝাঁপিয়ে পড়ে দিদিকে সুস্থ অবস্থা সেই তুলে নিয়ে আসেন। কিন্তু প্রাথমিক খোঁজাখুঁজিতে পাওয়া যায়নি বিশ্বজিৎকে। এরপর নামানো হয় ডুবুরি। দীর্ঘ চেষ্টায় উদ্ধার করা হয় বিশ্বজিতের দেহ।