মৈনাক শর্মামেয়েদের সিনেমাহল ও খেলার মাঠে যাওয়ার অনুমতি থেকে শুরু করে কাফেলা প্রথা বাতিল করা দেশে বিভিন্ন পরিবর্তনের মধ্যেই বিশ্ব মানবাধিকার সংস্থা ও দুনিয়ার সব দেশ গুলীর নজর কেড়েছে সৌদি আরব। এবারও কট্টরপন্থা ছেড়ে নিজের দেশের সমস্ত স্কুলের পাঠ্য ক্রমে পড়ানো হবে রামায়ণ ও মহাভারত, এই পদক্ষেপের কারণে নজর কেড়েছে সৌদি আরব ।
আরবের আবু ধাবিতে হিন্দু মন্দির তৈরীর পরই মধ্য প্রাচ্যের দেশ গুলীর মধ্যে হিন্দু ও অন্য ধর্মর সংস্কৃতিকে নিজের দেশে প্রচলিত করার দ্বিতীয় দেশ হয় সৌদি আরব। তবে কেবলই রামায়ণ বা মহাভারতই নয়, তার সাথে পড়ানো হবে বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মর বই গুলিও। যা সাউদি প্রিন্স সালমানের ভিসন ২০৩০ র ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক অংশ।
ক্ষমতায় আসার পর ২০১৬ সালে সৌদি আরব কে সর্বোচ্চ ভ্রমন কেন্দ্র হিসেবে গড়ে তুলতেই যুবরাজ সালমানের ভিসন ২০৩০ র পরিকল্পনা করা হয়। কঠোর নিয়ম ও অন্য ধর্মকে ছোটো করার জন্য দীর্ঘদিন ধরে বিশ্ব মানবাধিকার সংস্থার সমালোচনার তালিকা থেকে নিজেকে সরাতেই এই প্রচেষ্টা।
ইতিমধ্যেই দেশে শুরু হয় যোগ সাধনা। তাছাড়া যোগ সাধনায় শিক্ষক হিসেবে মধ্য প্রাচ্যের প্রথম মহিলা হিসাবে ভারতে পদ্মশ্রী প্রাপ্ত নৌফ আলমারওয়ান। তার হাত ধরেই সাউদির স্কুল গুলিতে পড়ানো হচ্ছে রামায়ণ ও মহাভারত কর্মা। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে পড়ানো হচ্ছে হিন্দু ধর্মের নাটক, যা টুইটারে পোস্ট করে নৌফা।