কলকাতা ব্যুরো: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য জমা পড়া ৬ লাখ টাকা হাপিস হয়ে গিয়েছে। রাম মন্দির ট্রাস্টে জমা পড়া দুটি চেক ভাঙিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে। একটি আড়াই লাখ টাকার চেক অন্যটি সাড়ে তিন লাখ টাকার টাকার চেক। ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Previous Articleলক ডাউনে পুলিশের কড়াকড়ি
Next Article জলপাইগুড়ি গণধর্ষণ কান্ডে ধৃত আরো এক