এক নজরে

রাকুল প্রীত সিংয়ের মাদক নোটিশ নিয়ে ধন্ধ

By admin

September 24, 2020

কলকাতা ব্যুরো: মাদক মামলায় এনসিবি তলব তালিকায় তার নাম থাকলেও অভিনেত্রী রাকুল প্রীত সিং জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কোনো নোটিশ পাননি। মুম্বাই বা হায়দ্রাবাদ এ ব্যাপারে কেউ যোগাযোগ করেনি বলে রাকুল প্রীত সিং এর তরফ এ বিবৃতি দেওয়া হয়েছে।

যদিও নারকটিকস কন্ট্রোল ব্যুরো দাবি করেছে, অভিনেত্রীর সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি কোনোভাবেই ফোন রিসিভ করছেন না বা এসএমএস এর জবাব দিচ্ছেন না। ফলে রাকুল প্রীত সিং কে নিয়ে এখনও ধন্ধ জারি রয়েছে।