এক নজরে

দীপিকার ম্যানেজার ও রাকুল প্রীত সিং এনসিবির অফিসে

By admin

September 25, 2020

কলকাতা ব্যুরো: শুক্রবার সকালে মুম্বাইয়ের এন সি বি অফিসে হাজির হলেন দীপিকা পাড়ুকোনের ম্যানেজার কারিশমা প্রকাশ। একইসঙ্গে হাজির হয়েছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। তিনি বৃহস্পতিবার গিয়েছিলেন এনসিবি অফিসে। যদিও এন সি বির সমন তিনি পাননি বলে প্রথমে দাবি করেছিলেন। পরবর্তীতে এনসিবি জানায় ওই অভিনেত্রী তাদের দিক থেকে ফোন কল বা হোয়াটসঅ্যাপ এর কোন জবাব দিচ্ছেন না। এরপর এই রাকুল প্রীত সিং উপস্থিত হন এনসিবির কাছে।

কারিশমা প্রকাশ এদিন হাজির হওয়ায় তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞরা। কেননা সুশান্ত সিং রাজপুতের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার সূত্রেই উঠে এসেছে তার নাম। তিনি একসময় ছিলেন সুশান্তের ম্যানেজার। আবার দীপিকা পাড়ুকোনের নাম উঠে এসেছে তার সূত্রেই। এর আগে কারিশমাকে জিজ্ঞাসাবাদের সূত্রেই দীপিকার নাম আসে। ফলে বলিউডের মাদক সূত্রে ম্যানেজার এবং অভিনেতা-অভিনেত্রীদের সহকারীদের ভূমিকা ক্রমশ বড় হয়ে উঠছে তদন্তকারীদের কাছে।