কলকাতা ব্যুরো: বিরোধীরা বয়কট করায় মঙ্গলবার রাজ্যসভায় মাত্র সাড়ে তিন ঘন্টার মধ্যে সাতটি জরুরী বিল পাশ করিয়ে নিলো সরকার। বেলা সাড়ে ১০ টা থেকে দুটোর মধ্যে বিলগুলি অনুমোদন পেয়ে যায়। রাজ্যসভার এর আগে এইসব বিল লোকসভায় পাস করিয়ে নিয়েছিল কেন্দ্র।

দেশে পাঁচটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট টেকনোলজি ইনস্টিটিউট তৈরীর অনুমতি। এসেনশিয়াল কমোডিটিস আমেন্ডমেন্ট বিল। যদিও এটি রবিবারই পাশ হয় কৃষি বি লের সঙ্গে। এর ফলে এখন থেকে আলু, পেঁয়াজ তৈল বীজ সহ এই ধরনের খাদ্য সামগ্রী আর জরুরি পণ্যের আওতায় পড়বে না। কম্পানি আমেন্ডমেন্ট বিল। এই বিল পাস হওয়ার ফলে এখন থেকে আর বেশ কিছু ক্ষেত্রে সংস্থাগুলিকে জরিমানা দিতে হবে না।

ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি বিল এবং রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি বিল পাস হয়ে যায়। এছাড়া এবং লস রিলাক্সেশন এন্ড এমন আমেন্ডমেন্ট অফ সার্টেন প্রভিশনস বিল পাস হয়।

Share.
Leave A Reply

Exit mobile version