কলকাতা ব্যুরো: আগামী এক বছরের জন্য সাংসদ ও মন্ত্রীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছিল আগেই। যা এপ্রিলেই অনুমোদন করেছিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। শুক্রবার রাজ্যসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল সেই বিল। বিলটি উত্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি। একইসঙ্গে দু’ বছরের জন্য বন্ধ হয়ে গেলো সাংসদ এলাকা উন্নয়ন তহবিল। যা নিয়ে অবশ্য আপত্তি ছিলো বিরোধী দলগুলির।
কেন্দ্রের বক্তব্য, কোভিড পরিস্থিতি মোকাবিলার স্বার্থেই এই সিদ্ধান্ত। বিরোধীদের বক্তব্য, প্রয়োজনে এক বছরের জন্য তা বন্ধ রাখা হোক কিংবা তার পরিমান আপাতত অর্ধেক করে বছরে আড়াই কোটি টাকা করা হোক। প্রসঙ্গত, এখন বছরে নিজের এলাকার উন্নয়নে বছরে ৫ কোটি টাকা করে পান সাংসদরা।