কলকাতা ব্যুরো: গতকাল বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে শহরের রাজপথের বেশ কিছু অংশ কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয়। পুলিশকে উদ্দেশ্য করে ইট, বোমা ছোড়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা হয় পিস্তলও।
যে পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই জম্মু ও কাশ্মীরের রাজৌড়ি জেলা থেকে লাইসেন্স প্রাপ্ত। সেই অনুমোদন ইস্যু করেছেন রাজৌড়ির জেলাশাসক। কিন্তু তা ওই জেলার বাইরে ব্যবহার করার কথা নয়। তবে কিভাবে সেই অস্ত্র এলো হাওড়ার মিছিলে, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপির নেতারা অবশ্য দাবি করেছেন, ব্যক্তিগত দেহরাক্ষীর পিস্তল ছিনিয়ে নিয়েছে পুলিশ।
Previous Articleসল্টলেক স্টেডিয়াম মেট্রোর নাম বদল
Next Article আবার দেশে কমে গেলো সংক্রমণ
Related Posts
Add A Comment