কলকাতা ব্যুরো: গত কয়েক মাস ধরে চিনের সঙ্গে চলতে থাকা সীমান্ত সমস্যা এখনো মেটেনি। সমস্যা মেটাতে পাওয়া যায়নি কোন সমাধান সূত্র। বুধবার সংসদে এভাবেই বর্তমান ভারত- চিন সমস্যা নিয়ে নিজের বক্তব্য পেশ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
গত ১৫ জুন চিনের জওয়ানরা স্থিতাবস্থা ভাঙ্গার চেষ্টা করেছিল বলে সংসদে এদিন জানান প্রতিরক্ষামন্ত্রী। তার বক্তব্য, আমাদের জওয়ানরা ওদের সেনাবাহিনীর সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন। তাতে আমাদের জওয়ানদের আত্ম বলিদান দিতে হয়েছে। এদিন প্রতিরক্ষা মন্ত্রী সংসদে আরো বলেন, সাংহাই কর্পোরেশনের বৈঠকে গিয়ে মস্কোয় চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতীয় জওয়ানরা সীমান্তে সব সময় দায়িত্বশীল হিসেবে আচরণ করছেন। আর ভারতের ভৌগোলিক অখন্ডতা রক্ষার বিষয়ে গোটা দেশ একসূত্রে গাঁথা আছে।
এই প্রসঙ্গে তিনি সংসদে আবেদন করেন, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় আমাদের জওয়ানরা যেভাবে সীমান্তে লড়াই করছেন, একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকলের দাঁড়ানোর জন্য সংসদে প্রস্তাব পাস করা হোক। এদিন প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট লাদাখ বা অরুণাচলে চলতে থাকা উত্তেজনা এখন জারি থাকবে।