কলকাতা ব্যুরো: আর কোন রাখঢাক নয়, সীমান্তে বর্তমান পরিস্থিতির জন্য চিনকে দায়ী করল ভারত। বৃহস্পতিবার রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানিয়ে দেন, লাদাখ পরিস্থিতির জন্য দায়ী চিন। এর পরেই প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, কোনোভাবেই পিছিয়ে আসার প্রশ্ন নেই। ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে প্রহরায় রয়েছেন।লাদাখে প্যাংগং লেক এর ধারে প্রায় ৩৮ হাজার বর্গকিলোমিটার জায়গা চিন দখল করে রেখেছে বলেও অভিযোগ করেন প্রতিরক্ষা মন্ত্রী।লাদাখে চিনা আর্মি যা করছে তাতে দু’দেশের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল তার পরিপন্থী বলেও এদিন রাজ্যসভায় অভিযোগ করেন রাজনাথ।এর পরেই রাজনাথ ঘোষণা করেন, পৃথিবীর কোন বাহিনী নেই, যারা ভারতীয় সেনাকে লাদাখের সীমান্তে পেট্রোলিং করতে বাধা দিতে পারে। একই সঙ্গে তার বক্তব্য, আমরা এটা চাই না যে, চিন আমাদের বলবে ভারত যুদ্ধ শুরু করেছে। কিন্তু এটা কবে শেষ হবে সেটাও আমাদের হাতে নেই। প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, চিন লাদাখে লাইন অব একচুয়াল কন্ট্রোল সীমারেখা মানছে না।বেজিংয়ের দিকে লক্ষ্য করে রাজনাথের অভিযোগ ওদের কথা এবং কাজের কোন মিল নেই।গত কিছুদিন ধরে সীমান্তে প্যাংগং লেককে ঘিরে চিন সেনাবাহিনী এবং যুদ্ধের সরঞ্জাম বাড়াচ্ছে বলেও সংসদে জানান রাজনাথ। চিন ১৯৯৩ ও ১৯৯৬ সালের সীমান্ত চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন রাজনাথ।