কলকাতা ব্যুরো; মুম্বাইয়ে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এক অফিসারকে মারধর করার যে ঘটনা ঘটেছে, তা একেবারে গ্রহণযোগ্য নয়।লজ্জাজনকও বটে। শনিবার কড়া ভাষায় এমনই প্রতিক্রিয়া দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একটি টুইটবার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার শ্রী মদন শর্মার সঙ্গে কথা বলেছি। মুম্বাইয়ে তিনি গুন্ডাদের হামলার শিকার হয়েছিলেন। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নিয়েছি। প্রাক্তন নৌসেনা আধিকারিকের উপর এরকম আক্রমণের ঘটনা কোনও মতেই গ্রহণযোগ্য নয় এবং লজ্জাজনক। মদনজির দ্রুত আরোগ্য কামনা করেছি আমি।’
Previous Articleমর্ত্য নারীর অবস্থা আর লক্ষ্মীদেবীর উপলব্ধি
Next Article জানতে ক্ষতি কি ?