এক নজরে

লাদাখ শান্ত করতে দোভালকে নিয়ে বৈঠকে রাজনাথ

By admin

September 12, 2020

কলকাতা ব্যুরো: লাদাখের পরিস্থিতি শান্ত করতে আবার অজিত দোভালকে নিয়ে বৈঠকে বসলেন রাজনাথ সিং। মস্কোয়ে দু’দেশের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে অন্তত পাঁচটি বিষয়ে দুদেশ সমঝোতার পথে এসেছে।লাদাখে দ্রুত শান্তি ফেরানোর যে জরুরি তা এককথায় মেনে নিয়েছে বেজিং ও দিল্লি। লাদাখে দু’দেশের সেনাবাহিনীকেই যে একটা নির্দিষ্ট দূরত্বে সরানো দরকার তাও উঠে এসেছে মস্কোয়ে দুই বিদেশমন্ত্রীর আলোচনায়। একই সঙ্গে লাদাখের স্থিতাবস্থা ফেরানোর জন্য সেনা এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনার রাস্তা খোলা রেখেছে দুপক্ষই।অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার দিল্লিতে বৈঠকে বসেন জাতীয় উপদেষ্টা অজিত দোভালকে সঙ্গে নিয়ে। সেই বৈঠকে বিপিন রাওয়াত সহ তিন সেনা বাহিনীর প্রধানরা ছাড়াও ছিলেন কূটনীতিকরা। এর আগে জুন মাসে লাদাখে চিনের হামলায় কুড়ি জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর সেখানেও কূটনৈতিক স্তরে বড় ভূমিকা নিয়েছিলেন দোভাল। ফলে এবারও সেই দোভালকেই ওকে মাঠে নামিয়ে আপাতত পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে বলে খবর।