এক নজরে

দার্জিলিং ওয়ার মেমোরিয়ালে প্রতিরক্ষামন্ত্রী

By admin

October 25, 2020

কলকাতা ব্যুরো: দুদিনের সফরে দার্জিলিং ও সিকিম এ গিয়ে দার্জিলিঙে শুকনা ওয়ার মেমোরিয়াল মেমোরিয়াল এর অস্ত্র পূজায় যোগ দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি এদিন টুইট করে বিজয়া দশমীর আগাম শুভেচ্ছা জানিয়েছেন।তিনি আজ সিকিমের নাথুলা পৌঁছাবেন। সেখানে ভারতীয় সেনাদের সঙ্গে তার দেখা করার কথা। সেখানেও সেনাবাহিনীর অস্ত্র পূজা তার যোগ দেওয়ার কথা রয়েছে।এদিন শুকনায় ওয়ার মেমোরিয়ালের রাজনাথ বলেন, সারা ভারত চায় চিনের সঙ্গে উত্তেজনা থামুক। সুখ শান্তি ফিরে আসুক। আমি নিশ্চিত, ভারতীয় সেনা এক ইঞ্চিও জমি কাউকে ছাড়বে না।এদিন শুকনার অস্ত্র পূজার অনুষ্ঠানে সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবনে উপস্থিত ছিলেন। সীমান্তে প্রহরা আরো কঠোর করার ব্যাপারে শনিবারে শুকনায় সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রতিরক্ষামন্ত্রীর আজ সিকিমে চীনের সীমান্তে প্রহরারত জওয়ানদের সঙ্গে তার দেখা করার কথা।