এক নজরে

প্রয়াত ভোট কর্মীর মৃত্যুর আড়াই বছর পর স্ত্রী পেলেন ক্ষতিপূরণ

By admin

November 12, 2020

কলকাতা ব্যুরো : ভোট নিতে গিয়ে উত্তর দিনাজপুর জেলার ভোট কর্মী এবং মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায় প্রাণ হারিয়েছিলেন। আজ রাজ্য নির্বাচন দপ্তর তার স্ত্রী অর্পিতা রায়ের হাতে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দিলেন। ক্ষতিপূরণ পেয়ে জেলাশাসককে অভিনন্দন জানান অর্পিতা দেবী। অর্পিতা দেবী অভিনন্দন জানালেও রাজকুমার রায় হত্যা বিচার মঞ্চ তাতে সন্তুষ্ট নয়। বিচার মঞ্চ মনে করে রাজকুমারকে দুষ্কৃতীরা হত্যা করেছে। এই ঘটনায় কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছে তারা।

২০১৮ পঞ্চায়েত নির্বাচনে ইটাহার ব্লকের সোনাপুর প্রাথমিক বিদ্যালয় ভোট নিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন করণদিঘি হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়। পরদিন তার ক্ষতবিক্ষত দেহ রায়গঞ্জ ব্লকের রেল লাইনের ধার থেকে উদ্ধার করা হয়েছিল। শিক্ষক নিরাপত্তার দাবিতে উত্তাল হয়েছিল। ১৬ জুলাই রাজকুমার রায়ের অর্পিতা রায়কে উত্তর দিনাজপুর জেলা শাসক দপ্তরে নিয়োগ পত্র দেয় রাজ্য সরকার। এই ঘটনার তদন্তের দাবিতে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তৈরি হয়েছিল রাজকুমার রায় হত্যা বিচার চাই মঞ্চ। এই মঞ্চ থেকে জেলাজুড়ে জোরদার আন্দোলন গড়ে উঠেছিল।

সংগঠনের তরফে অভিযোগ করা হয় রাজকুমার রায়কে খুন করে রেললাইনের ধারে ফেলে রাখা হয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন। কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে সংগঠনের তরফ থেকে আন্দোলন চালিয়ে যাওয়া হয়। অবশেষে রাজ্য নির্বাচন দপ্তর কথায় জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ১০ লক্ষ্য টাকার চেক তুলে দেন অর্পিতা রায়কে। অর্পিতা রায় ধন্যবাদ জানান জেলাশাসককে।