এক নজরে

মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়

By admin

January 22, 2021

কলকাতা ব্যুরো: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি তার পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন। এদিন দুপুরে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

ফলে শুভেন্দু অধিকারীর পর এবার তৃণমূল সরকারের আরেক মন্ত্রী পদত্যাগের তালিকা নাম লেখালেন। প্রধানমন্ত্রী শনিবার কলকাতায় আসছেন নেতাজী সুভাষ চন্দ্রের ১২৫ তম জন্মদিনে। সারাদিন কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই তার সঙ্গে রাজিব বন্দ্যোপাধ্যায়ের দেখা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে বিজেপি সূত্রে। পরের সপ্তাহে সংগঠনের কাজে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই কোনো সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে রাজীব বন্দ্যোপাধ্যায় যোগদান করেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে।বেশ কিছুদিন ধরেই দলের বিরুদ্ধে বেসুরো গাইছিলেন রাজিব। এখন তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করায় তার বিজেপিতে যাওয়া নিয়ে আর কোন জটিলতা রইল না বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও তিনি শুভেন্দু অধিকারীর মত বিধায়ক পদ ছাড়ছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।