কলকাতা ব্যুরো: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই কেন্দ্র ও রাজ্য এক সরকারের পক্ষে ইঙ্গিত করলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরোধিতা করে দল ছাড়ার পরেই শনিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে বিকেলে বিশেষ বিমানে রাজিব ব্যানার্জি পাড়ি দিলেন দিল্লি। তার সঙ্গে গিয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, রানাঘাটের প্রাক্তন পুরসভার চেয়ারম্যান পার্থসারথি চ্যাটার্জি ও অভিনেতা রুদ্রনীল ঘোষ।

কাল হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে স্মৃতি ইরানির উপস্থিতিতে বিজেপির সভা করবে। সেই সভায় ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকবেন অমিত শাহ। সেখানে আরও কিছু তৃণমূল নেতার বিজেপিতে যোগ দেওয়ার কথা আছে বলে জানিয়েছেন রাজিব।

এদিন দিল্লিতে অমিত শাহের বাড়িতে বৈঠকের পরই বিজেপিতে যোগ দেন ওই বিক্ষুব্ধ তৃণমূলীরা। তারপরেই রাজিব ব্যানার্জির ইঙ্গিত, কেন্দ্রের সঙ্গে রাজ্য সংঘাতে যাওয়ায় আসলে মানুষের উন্নয়ন বন্ধ হয়ে যাচ্ছে। তাই উন্নয়নের স্বার্থে তিনি বিজেপির পাশে থাকবেন। যদিও বিক্ষুব্ধদের এই দলবদলে এখনো আমল দিতে নারাজ তৃণমূল।
তৃণমূল নেতা সৌগত রায়ের বক্তব্য, যে যেখানে যাক মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে মানুষ তৃণমূলকেই ভোট দেবে। যদিও আগামী বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর পর রাজীব বন্দ্যোপাধ্যায় এর মত মন্ত্রীর দল ছাড়ায় কতটা তৃণমূলের মন ভাঙ্গে এখন সেই জল মাপছেন অন্য নেতারাও।

Share.
Leave A Reply

Exit mobile version