কলকাতা ব্যুরো- আলিপুরদুয়ারের সভা থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তারই জবাব দিলেন রাজীব। মুখ্যমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে ‘মেসেজ ফাঁস’ করে দেওয়ার হুঁশিয়ারিদের দেন তিনি। যা ঘিরে ফের বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে এখন তিনি বিজেপিতে যোগ দেওয়া নবমুখ। আর বিজেপিতে যোগ দিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বারবার আক্রমণ শানিয়ে গিয়েছেন রাজীব। হুগলির ধনেখালিতে বিজেপির সভাতেও তার ব্যাতিক্রম ঘটেনি। নিয়োগ দুর্নীতি নিয়ে এদিন কার্যত মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিতে দেখা যায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

যদিও ঘটনার সুত্রপাত ঘটে আলিপুরদুয়ারে। এদিন দুপুরে আলিপুরদুয়ারে তৃণমূলের কর্মিসভা থেকে নাম না করেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘এক জন সে সব করে বিজেপিতে পালিয়ে গেছে। তবে রাজ্য সরকার তা নিয়ে তদন্ত করছে।’  এই কটাক্ষ যে প্রাক্তন বনদফতর মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই করা হয়েছে, তা বলার অপেক্ষা রাখেনা। এরপর এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব। এদিন হুগলির ধনেখালি সভা থেকে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে রাজীব বলেন, ‘কেবল বন সহায়ক কেন, বিগত দিনে যত চুক্তি ভিত্তিক নিয়োগ হয়েছে, তার জন্য কোথা কোথা থেকে সুপারিশ এসেছে তাও আমি জানি। চ্যালেঞ্জ করছি, তা নিয়েও তদন্ত করে দেখান। পারবেন তো সামলাতে?’ মুখ্যমন্ত্রীর কাছে রাজীবের আরও প্রশ্ন, ‘সব জানলে, কেন আমাকে দল থেকে তাড়ানো হয়নি?’ বিধানসভা নির্বাচনের আগেই আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম রাজ্য রাজনীতি। তবে এবার রাজীবের এই হুঁশিয়ারির কি জবাব দেবে শাসক দল, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Share.
Leave A Reply

Exit mobile version