কলকাতা ব্যুরো: রাজ্যের শিল্প উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হচ্ছেন রাজীব সিনহা। ১ অক্টোবর থেকে আগামী তিন বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ করল রাজ্য সরকার। একদিকে নতুন মুখ্য সচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের কথা জানানোর পাশাপাশি মুখ্য সচিব পদ ছেড়ে যাওয়া রাজীব সিনহাকে নতুন দায়িত্ব দেওয়ার কথা টুইট করে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
সচিব হিসেবে দীর্ঘদিন রাজ্যের শিল্প সচিব হিসেবে ছিলেন। পাশাপাশি স্মল স্কেল ইন্ডাস্ট্রির দায়িত্ব তিনি ছিলেন। তাই তার চাকরী থেকে অবসর নেওয়ার পর রাজীব সিনহাকে শিল্প দফতরের দায়িত্ব দিয়ে নতুন কিছু ফল পাওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার।