কলকাতা ব্যুরো: রাজভবন থেকে বেরিয়ে এসে আর চোখের জল ধরে রাখতে পারলেন না, একদা কর্পোরেট জগতের মানুষ, তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভা থেকে পদত্যাগের কথা জানানোর পর রাজভবন থেকে বেরিয়ে তিনি দলের নেত্রীর কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, গত আড়াই বছর ধরে দুঃখ বুকে চেপে তিনি কাজ করছিলেন। শেষ একমাস ধরে তাঁর সহকর্মীদের কেউ কেউ তার সম্পর্কে এমন কিছু কথাবার্তা বলেছেন, যা তার কষ্ট আরো বাড়িয়ে দিয়েছে। তাই এই অবস্থায় মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন। যদিও এই সময়ের মধ্যে তাকে কাজের সুযোগ দেওয়ায় তিনি দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। দলের কারো সম্পর্কে ব্যক্তিগতভাবে কিছু বলবেন না বলে জানিয়েছেন তিনি।যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর এই সৌগত রায় জানিয়ে দিয়েছেন তিনি ফেসবুক লাইভে যেসব কথাবার্তা বলেছেন তা দল বিরোধী কাজের মধ্যেই পড়ে তাই তিনি পদত্যাগ না করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিত।
মন্ত্রী সভা থেকে বন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, এতদিন ধরে কাজ করলেন, বিভিন্ন দপ্তর সামলেছেন। কাজ করার ইচ্ছা থাকলে দলে অনেক কাজ করা যায় পার্থ বাবু আরো বলেন, কারো আনুগত্যের অভাব থাকলে তখন নানান কারণ দেখায়। তৃণমূল ভবনে পার্থ বাবু বলেন , যাঁরা যাচ্ছেন তারা আনুগত্য নিয়ে কোনো কথা বলেন না। বাংলার মানুষ সবটাই দেখছে এবং তারাই এর উত্তর দেবে বলে পার্থ বাবুর মন্তব্য। দল নেত্রীর নেতৃত্ব দলকে এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি জানান।