কলকাতা ব্যুরো : আর রাজনৈতিক ইস্যু নয়, এবার রাজভবনের সঙ্গে নবান্নের সঙ্গে সংঘাত বাধার উপক্রম কর্মী নিয়ে। রাজভবনের তরফে স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি দিয়ে অন্তত পাঁচজন কর্মী- অফিসারকে রাজভবন থেকে তুলে নেওয়ার কথা বলা হয়েছে। যদিও কেন তাদের তুলে নেওয়া হবে, সে ব্যাপারে চিঠিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।যাদের সরাতে বলা হয়েছে তাদের মধ্যে অন্তত দুজন সরাসরি রাজভবনের স্টাফ। ফলে কি করে তাদের রাজ্য সরকার সরিয়ে নেবে এখন বুঝে উঠতে পারছেন না পদস্থ কর্তারা। আর কেনই বা তাদের সরিয়ে নেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়, রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের কাছে।
রাজভবনের নির্দেশ, রাজভবনের পাঁচকর্মীকে সরিয়ে নিতে হবে। তাঁদের জায়গায় পাঠাতে হবে নতুন কর্মী। যে কর্মীদের তিনি সরাতে বলেছেন তাঁরা হলেন, রাজ্যপালের প্রেস সচিব মানব বন্দ্যোপাধ্যায়, রাজভবনের বিশেষ সচিব কুমারজিত চক্রবর্তীর পার্সোনাল সেক্রেটারি প্রশান্ত সরকার, হাউস কিপার মৌ মিত্র সরকার এবং জমাদার পার্থপ্রতিম ঘোষ।
চিঠিতে বলা হয়েছে, চার কর্মীকেই তাঁদের ‘পেরেন্ট ডিপার্টমেট’ অর্থাৎ তাঁরা সরকারের যে দফতর থেকে রাজভবনে কাজ করতে এসেছিলেন, সেখানে ফিরিয়ে নিতে হবে। নতুন কর্মীদের পাঠাতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।
মানব বন্দ্যোপাধ্যায়কে তথ্য সংস্কৃতি দফতর থেকে রাজভবনে নিয়োগ করা হয়েছে। প্রশান্ত সরকারকে নিয়োগ করা হয়েছিল অর্থ দফতর থেকে। কিন্তু মৌ মিত্র সরকার ও পার্থপ্রতিম ঘোষ রাজভবনের কর্মী। ফলে এই দু’জনকে কীভাবে অন্যত্র পাঠানো হবে, তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা।
একটি সূত্রের খবর, রাজ্যপালের ধারণা এই চার কর্মী ঠিকমতো কাজ করতে পারছেন না। যদিও চিঠিতে কোথাও লেখা নেই, কেন তাদের সরাতে বলা হচ্ছে।