কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে উত্তরে। এবার কমলা সর্তকতা জারি করে উত্তরের বেশ কয়েকটি জেলাকে সর্তকতা দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

হাওয়া অফিসের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ জুন, সোমবার কমলা অ্যালার্ট রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুরের দু-একটি জায়গাতে।
২৮ জুন মঙ্গলবার লাল সর্তকতা রয়েছে কোচবিহার, দার্জিলিং ,কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এদিন উত্তরের এই সব ক’টি জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৯ জুন বুধবারও এই সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৩০ জুন বৃষ্টির পরিমাণ কমবে। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার বাদে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই। শুধুমাত্র কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ জুন এই জেলাগুলিতে হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। একাধিক জায়গা জলমগ্ন।কিন্তু দক্ষিণবঙ্গে দেরিতে বর্ষা ঢোকায় এখনই বর্ষার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। তবে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলাতে।