এক নজরে

Weather Updates: রাজ্যজুড়ে বজায় থাকবে বৃষ্টির অস্বস্তি

By admin

January 24, 2022

কলকাতা ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝায় ঠান্ডার লম্বা ইনিংসের সম্ভাবনা এতবার বাধাপ্রাপ্ত হয়েছে যে আবহবিদরাও শীতের চরিত্র বদল নিয়ে দ্বিধায় রয়েছেন। পৌষ মাসের পর মাঘেও রাজ্যজুড়ে বৃষ্টির অস্বস্তি অব্যহত। তবে এখনই এই অস্বস্তি থেকে মুক্তি মিলছে না ৷ সোমবার দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে ৷ পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকবে ৷ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আলিপুর আবহাওয়া অফিসের ডিউটি অফিসার পি কে রায় জানান, উত্তর ও দক্ষিণবঙ্গে আরও আটদিন বৃষ্টিপাতের অস্বস্তি বজায় থাকবে। উত্তর-দক্ষিণ বরাবর সমুদ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার উচ্চতায় বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার প্রভাবে আগামী পাঁচদিন উত্তরবঙ্গে ও আগামী তিনদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাত হবে।

সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিন রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। তিনদিন পর থেকে রাতের তাপমাত্রা আবার দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে। তবে এখনই শীত বিদায়ের কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস ৷