এক নজরে

Weather Updates: দৃশ্যমানতা থাকবে কম, সাগরস্নানে সঙ্গী হবে বৃষ্টি

By admin

January 11, 2022

কলকাতা ব্যুরো: শেষের পথে পৌষ। আর কয়েকদিন পরই সংক্রান্তি। সরকারি বিধিনিষেধ মেনে মানুষ যখন গঙ্গাসাগরে ভিড় জমাচ্ছেন, তখন আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর বলছে, সাগরস্নানের সময় বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের উপ অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় বলেন, সাগরের জন্য বিশেষ আবহাওয়া বার্তা দেওয়া হয় এবং হবেও। মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির কারণে ভোরের দিকে দৃশ্যমানতাও কম হবে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি থাকবে। ফলে খুব একটা ঠান্ডা থাকবে না। কিন্তু বৃষ্টির ফলে যে গরমটা এখন রয়েছে তার থেকে সেই সময় কিছুটা কমবে। সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। গোটা রাজ্যে ধীরে ধীরে বৃষ্টি আরও বাড়বে বলেই অভিমত আবহাওয়া অফিসের। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং তারই সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৩ জানুয়ারি থেকে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে ১৪ জানুয়ারিও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পরিষ্কার আকাশের দেখা মিলবে সেই ১৬ জানুয়ারি থেকে। ১৫ তারিখ বৃষ্টি না হলেও আকাশ থাকবে মেঘলাই। রাতের তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। তবে বৃষ্টির কারণে আগামী দুই দিন রাতের তাপমাত্রা সামান্য কমবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।