কলকাতা ব্যুরো: রাস্তায় ভিড় হলে বাড়বে করোনা। এই আশঙ্কা আর আতঙ্কে যখন বাঙালির পুজোর বাজার কাটছে, তখনই পুজোয় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এবার পুজোয় চারদিন মোটামুটি বৃষ্টি সঙ্গে থাকবে রাজ্যের।প্রাথমিকভাবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে ২১ থেকে ২৬ অক্টোবর বৃষ্টি থাকবে। তবে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2২২ থেকে ২৪ অক্টোবর। কলকাতাতে এই কদিন বেশি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বাদ থাকবেনা উত্তরবঙ্গ। ১৬ থেকে ২০ অক্টোবর উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়েছে।রাজ্যের আবহাওয়া দপ্তরের অধিকর্তার সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার পুজোয় বর্ষা থাকবে সঙ্গে। কারণ এখন বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ ২৯ অক্টোবরের মধ্যেই তৈরি হতে চলেছে। পরদিন আরো শক্তি বাড়বে তার। যদিও তার অভিমুখ হবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল। এই নিম্নচাপের জেরে মৌসুমী বায়ু সক্রিয় হলে জলীয়বাষ্পের বাড়বে এ রাজ্যে তাই বৃষ্টি হবে এখানে। আপাতত আবহাওয়া দপ্তরের যা হিসেব, তাতে এবার পুজোয় এবং লক্ষ্মীপূজা পর্যন্তই কমবেশি বৃষ্টি থাকবে বঙ্গে।