কলকাতা ব্যুরো: রাজ্যে ইতিমধ্যেই হেমন্তর উপস্থিতি বেশ টের পাওয়া যাচ্ছে। ভোর হতেই গায়ে টানতে হচ্ছে পাতলা চাদর। হালকা শীতের আমেজ শহরে। রাত ও ভোরে থাকছে হালকা কুয়াশা। তবে বৃষ্টি এখনই বঙ্গের পিছু ছাড়ছে না। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া অফিস।

এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। এই জলীয়বাষ্প থেকেই আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দুই মেদিনীপুর-সহ ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও কলকাতাতে আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সপ্তাহের শেষে কমতে চলেছে তাপমাত্রার পারদ। আগামী শনি ও রবিবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে নেমে প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে। আগামী শনিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে অর্থাৎ দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার কলকাতার আকাশ মেঘলা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তারপর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি শনিবার থেকে তাপমাত্রাও কমতে থাকবে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি।