কলকাতা ব্যুরো: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। উপকূলের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনার কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই জেলাগুলিতে ২০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে। তাই এখানে ইতিমধ্যেই হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও শহরতলির আকাশ মেঘলা থাকবে। আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৮০ শতাংশ। কলকাতায় বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার।
এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বর্তমানে জামশেদপুর ও দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে ঝাড়খণ্ডের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে। এর ফলে আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
অন্যদিকে বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তার প্রভাব অনেকটাই কেটে গিয়েছে। এই মুহূর্তে তা দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। যা বর্তমানে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে।