কলকাতা ব্যুরো: আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। তবে বুধবার উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ কিন্তু দক্ষিণে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ এর মধ্যে উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে দক্ষিণে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বেনারস থেকে জামশেদপুরের উপর দিয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর করবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের প্রভাবে ওড়িশা, তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমাদের রাজ্যে এই নিম্নচাপের প্রভাব পড়বে না ।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তাপমাত্রার পারদ স্বাভাবিকের কাছাকাছি থাকলেও জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২% ও সর্বনিম্ন ৮০%।